ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ১ম জোহা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৩৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | আপডেট: ০৮:৫২, ২৪ ফেব্রুয়ারি ২০২৩

আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩-এ লক্ষীপুরের রামগতি উপজেলায় ‘ক’ বিভাগের ছড়া (আবৃত্তি) বিভাগের চুড়ান্ত পর্বে প্রথম স্থান ও গান বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে উপজেলার দক্ষিণ পশ্চিম চরসীতা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর শিক্ষার্থী তামিমা রহমান জোহামনি।

উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ২৩ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) উপজেলা সরকারি পাইলট হাই স্কুল মাঠে সহকারী উপজেলা শিক্ষা অফিসার হরিদাশ সরকার তার হাতে পুরস্কার তুলে দেন।

উপজেলার ৯৬ টি সরকারি প্রাথমিকের প্রতিযোগিদের মধ্যে ইউনিয়ন পর্যায়ে প্রথম হওয়া উপজেলার ৯ ইউনিয়নের ৯ জন প্রতিযোগীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে জোহামনি নিজের স্থান দখল করে।

পাঠ্যশ্রেণিতেও প্রথম স্থান দখলকারি জোহামনির ঝুলিতে রয়েছে মেধার স্বাক্ষর বহনকারী আরও বিভিন্ন পুরস্কার।

জোহামনির বিষয়ে আলাপকালে দক্ষিণ পশ্চিম চরসীতা সরকারী প্রাথমিকের প্রধান শিক্ষক জাবেরুন নাহার দূলালী একুশে টেলিভিশনকে জানান, জোহামনির এমন অর্জনে আমাদের স্কুল গর্বিত। সে একজন মনোযোগী- মেধাবী শিক্ষার্থী। পড়াশুনার পাশাপাশি সাংস্কৃতিক বিষয়েও সে অন্যদের তুলনায় ভালো। তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

জোহামনির বাবা মোহাম্মদ জিয়াউর রহমান জুলহাজ নিজেও একজন সরকারি প্রাথমিকের শিক্ষক। মেয়ের এমন অর্জনে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা পোষণের পাশাপাশি পরিবারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপজেলা শিক্ষা কর্মকর্তা আজিজুর রহমান সহ উপস্থিত ছিলেন মডেল প্রাথমিকের প্রধান শিক্ষক সেলিনা আক্তার।
 
উল্লেখ্য, প্রতিবছর দেশব্যাপী আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘ক’ বিভাগে ১ম ও ২য় শ্রেণির শিক্ষার্থীরা উপজেলা পর্যায়ে অংশগ্রহণ করলেও ‘খ’ গ্রুপে ৩য় ও ৫ম শ্রেণির শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে পারে। 

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি