প্রধানমন্ত্রী থেকে কাজের অনুপ্রেরণা নিন: হাবিপ্রবি ভিসি
প্রকাশিত : ১৪:২৮, ২৮ মার্চ ২০২৩
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামান বলেন, ৯ম গ্রেড হতে ১ম গ্রেড পর্যন্ত সরকারি চাকরিজীবীদের অফিসের নির্দিষ্ট কোন সময়সীমা নেই। আমাদের প্রত্যেকের ২৪ ঘন্টাই দায়িত্ব পালন করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ৭৬ বছর বয়সেও দেশের মানুষের জন্য ১৭ থেকে ১৮ ঘন্টা কাজ করে যাচ্ছেন, এর থেকে আমাদের অনুপ্রেরণা নিতে হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত বিভিন্ন বিভাগ ও শাখায় কর্মরত ৯ম গ্রেড হতে তদূর্ধ্ব গ্রেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের জন্য দিনব্যাপী “শুদ্ধাচার সংক্রান্ত প্রশিক্ষণ” কর্মশালায় তিনি এসব কথা বলেন।
সকাল সাড়ে ৯টায় আইকিউএসি কনফারেন্স রুমে জাতীয় শুদ্ধাচার কৌশলের অংশ হিসেবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. বিকাশ চন্দ্র সরকার, সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ শাহ্ মইনুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য আরও বলেন, ২০০৯ সালে দ্বিতীয়বার সরকার গঠনের পরই শুদ্ধাচারের উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবেই রাষ্ট্রীয় শাসনব্যবস্থাকে কতটা স্বচ্ছ করা যায় সেটি নিয়ে তিনি কাজ করছেন। পাশাপাশি সরকারি প্রতিটি প্রতিষ্ঠান যেন জবাবদিহিতা, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হয় সে নির্দেশনা তিনি দিয়েছেন। এ লক্ষ্যে আমরাও কাজ করে যাচ্ছি।
বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সকলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই সকলকে নিজের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে বলেও বক্তব্যে স্মরণ করিয়ে দেন উপাচার্য।
এএইচ
আরও পড়ুন