নিজস্ব ভর্তি কার্যক্রমে ফিরতে জবি ভিসিকে আলটিমেটাম
প্রকাশিত : ১১:৫০, ৩০ মার্চ ২০২৩
গুচ্ছ থেকে সরে আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে আলটিমেটাম দিয়েছে শিক্ষক সমিতি। উক্ত তারিখের মধ্যে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ না করলে পরের দিন (৩ এপ্রিল) থেকে দাবি আদায়ে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি করবেন বলে জানিয়েছেন তারা।
বুধবার (২৯ মার্চ) সকালে শিক্ষক সমিতির সাধারণ সভা শেষে দুপুর ১২টায় উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। পরে মৌখিকভাবে কঠোর আন্দোলনের আলটিমেটাম দেন তারা।
বিষয়টি একুশে টিভিকে নিশ্চিত করেছেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম।
ভিসি বরাবর স্মারকলিপিতে বলা হয়, ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসহ অনেক বিশ্ববিদ্যালয় ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং কোন কোন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাও সম্পন্ন করেছে।
ফলে গত ১৫ মার্চ অনুষ্ঠিত বিশেষ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত মোতাবেক আগামী ২ এপ্রিলের মধ্যে নিজস্ব পদ্ধতিতে কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠনসহ ভর্তি বিজ্ঞপ্তি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ করছি। অন্যথায় ৩ এপ্রিল থেকে সাধারণ শিক্ষকবৃন্দ দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করবে।
ভিসি বরাবর স্মারকলিপিকে আলটিমেটাম বলা যায় কিনা এ প্রশ্নের উত্তরে শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক অধ্যাপক ড. একেএম লুৎফর রহমান একুশে টিভিকে বলেন, অবশ্যই এটা আলটিমেটাম। আজকের সভায় সাড়ে তিনশ’ শিক্ষক এক বাক্যে এই দাবি জানিয়েছেন। দাবি না মানলে ৩ তারিখে মানববন্ধন করা হবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো আইনুল ইসলাম বলেন, সভার সিদ্ধান্তসমূহ উপাচার্যকে জানিয়েছি। তিনি না মানলে আমরা দাবি আদায়ে বিকল্প কর্মসূচি গ্রহণ করবো।
তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, শিক্ষকরা দাবি নিয়ে আমার কাছে এসেছিল। আমি তাদেরকে লিখিতভাবে জানাতে বলেছি। বিষয়টি একটা প্রক্রিয়ার মধ্য দিযে যেতে হবে। হুট করে আমি নিজস্ব কোন সিদ্ধান্ত দিতে পারি না। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত নিতে হবে। এই সিন্ডিকেট সভা আয়োজন করতেও অন্ততপক্ষে পাঁচদিন সময় দরকার।
তবে তারা যদি আন্দোলন করতে চায় তাহলে করুক। আন্দোলন করলে তো আমি তাদেরকে বাধা দিতে পারব না, জানান উপাচার্য।
এএইচ
আরও পড়ুন