ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা বিষয়ে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৫, ১২ এপ্রিল ২০২৩

অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা বিষয়ে এক সেমিনারের আয়োজন করেছে ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির প্রভাষক ড. সারদানা খান। 

এসময় তিনি মূল প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধ উপস্থাপনকালে তিনি সেলফ এওয়ারনেস এবং সোট অ্যানালাইসিস এর উপড় জোর দেয়ায় পরামর্শ দেন। 

সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতিবিদ এবং উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম এর কোর্ডিনেটর প্রোফেসর ড. মুহম্মদ মাহবুব আলী। 

এসময় তিনি বলেন, উদ্যোক্তা অর্থনীতির শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা অর্জনের মাধ্যমে দেশে বিদেশে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে। সেজন্য ঢাকা স্কুল অব ইকোনোমিক্স এর উদ্যোক্তা অর্থনীতি প্রোগ্রাম শিক্ষার্থীদেরকে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে।

এছাড়াও সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রেহেনা পারভিন, সহকারী অধ্যাপক ড. সারা তাসনিম এবং প্রভাষক শামিম আহমেদ।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি