ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে নাজমুল-তুর্জয়

নোবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩২, ২২ মে ২০২৩

নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ফিমস ডিপার্টমেন্টের ১৪ ব্যাচের নাজমুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন একই ব্যাচের আইসিই ডিপার্টমেন্টের তুর্জয় চৌধুরী।

সোমবার (২২ মে) সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে রোববার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ ক্যাডেট সার্জেন্ট রুমী ভবনে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সদ্য বিদায়ী সভাপতি ইফতিয়া জাহিন রাইদাহ বার্ষিক সাধারণ সভায় নতুন কমিটি ঘোষণা করেন। 

বিদায়ী কমিটির সদস্য বিষয়ক সম্পাদক  মোঃ মুবদী ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ মেম্বার ফাতিমা জান্নাত রিন্তির  সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি মডারেট ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক আফসানা মৌসুমি। 

এসময়ে নোবিপ্রবি ডিবেটিং সোসাইটি সহকারী মডারেটর প্রভাষক এ কিউ এম সালাউদ্দিন পাঠান অনলাইনে এবং প্রভাষক আফরিদা জুননুরাইন উর্বী সরাসরি উপস্থিত ছিলেন।

২১ সদস্যবিশিষ্ট নোবিপ্রবি ডিবেটিং সোসাইটির কার্যনির্বাহী পরিষদের অন্য সদস্যরা হলেন: সহ-সভাপতি (প্রশাসন)  মাহমুদুল হাসান লোমান (পরিবেশ বিজ্ঞান ১৪তম ব্যাচ), সহ-সভাপতি (বিতর্ক বাংলা) পদে তাসনিম তাবাসসুম আরিণ (শিক্ষা ১৪তম ব্যাচ), সহ-সভাপতি (বিতর্ক ইংরেজি) পদে খাইরুন নাহার মুন্নী (আইসিই ১৪তম ব্যাচ)।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক (প্রশাসন) মোঃফাহাদ হোসেন (অর্থনীতি ১৫তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক বাংলা) অয়ন ভৌমিক (ফার্মেসি ১৫ তম ব্যাচ), যুগ্ম সাধারণ সম্পাদক (বিতর্ক ইংরেজি) পুজা ধর (সিএসটিই ১৫তম ব্যাচ), কোষাধ্যক্ষ ফাতিমা জান্নাত রিন্তি (বিএমএস ১৫তম ব্যাচ), দপ্তর সম্পাদক সাবিকুন নাহার তাহা (ফার্মেসি ১৫তম ব্যাচ),  সাংগঠনিক সম্পাদক মোঃ মুবদী ইসলাম (আইন ১৫তম ব্যাচ), প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুম মুনিরা (আইন ১৫তম ব্যাচ, বিতর্ক সম্পাদক আহমদ আরাফাত রিজভী (এসিসিই ১৫তম ব্যাচ) এবং সদস্য সম্পাদক মোঃ তুফাজ্জুল হক (ডিবিএ ১৫তম ব্যাচ)।

কমিটির বাকি সদস্যবৃন্দ হলেন, অনুষ্ঠান ও আপ্যায়ন সম্পাদক মিনহাজুল আবেদীন ( ফলিত গণিত ১৬তম ব্যাচ),  স্কুল ও কলেজ বিতর্ক সম্পাদক শামস উদ্দিন চৌধুরী (অর্থনীতি ১৬তম ব্যাচ) এবং সিনিয়র সহযোগী সদস্য পদে ফারিয়া নওশীন তিশা (ফার্মেসি ১৬তম ব্যাচ), নুসাইবা চৌধুরী ইলা (আইন ১৬তম ব্যাচ), সায়মা আহমেদ চৌধুরী (আইন ১৬তম ব্যাচ), জয় কুমার শর্মা (আইসি ই ১৬তম ব্যাচ),ও নাঈম উদ্দীন রাফি (ডিবিএ ১৬তম ব্যাচ)।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির ২০২৩-২৪ কার্যনির্বাহী পরিষদের উপদেষ্টামণ্ডলীর দায়িত্ব পালন করবেন বিদায়ী কমিটির সভাপতি ইফতিয়া জাহিন রাইদাহ ও সাধারণ সম্পাদক মোঃ রাফি উল ইসলাম। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি