একাত্মবোধ ছড়িয়ে দেবার প্রত্যয় নিয়ে ‘আইএসডি ফেয়ার’
প্রকাশিত : ১৯:০২, ২৯ মে ২০২৩
কমিউনিটির সাথে সম্পৃক্ততা ও শিক্ষার্থীদের জন্য অন্তর্ভুক্তিমূলক অভিজ্ঞতা নিশ্চিতে আবারও ‘আইএসডি ফেয়ার’ আয়োজন করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। গত শুক্রবার (২৬ মে) স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ‘আইএসডি ফেয়ার।’
মেলায় বিনোদনমূলক খেলার আয়োজন, লাইভ মিউজিক, সার্কাস ও পাপেট শো সহ ছিল উপভোগ্য নানা পরিবেশনা। এছাড়াও এতে ছিল দেশীয় কারুশিল্প, পোশাকের ব্র্যান্ড, বই ও কনফেকশনারির প্রায় ৬০টি স্টল।
মেলার অন্যতম আকর্ষণ হিসেবে ছিল জনপ্রিয় ব্যান্ড ইনডালো’র ভোকালিস্ট ও গিটারিস্ট জন কবিরের চমৎকার লাইভ পারফরমেন্স। মেলায় আগত শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটি সদস্যরা নাগরদোলা, পাপেট শো, ম্যাজিক শো, আর্কেড ও ভিআর গেমস সহ বিভিন্ন শো ও খেলা উপভোগ করেন।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, অভিভাবক ও কমিউনিটি সদস্যরা একসাথে সময় কাটানোর চমৎকার সুযোগ তৈরি করে দিয়েছে। একসাথে সময় কাটানোর পাশাপাশি সুস্বাদু খাবার, মজাদার গেমস ও সঙ্গীত পরিবেশনা এ আয়োজনকে আরও উপভোগ্য করে তোলে।
এ আয়োজনের কো-স্পন্সর ছিল বাংলাদেশ ফাইন্যান্স ও স্টেপ মিডিয়া লিমিটেড, এন্টারটেইনমেন্ট পার্টনার হিসেবে ছিল ওয়ান্ডারল্যান্ড ও টগি ফান ওয়ার্ল্ড এবং আইসক্রিম পার্টনার ছিল সেভয় আইসক্রিম।
কেআই//
আরও পড়ুন