ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

রাতে বেরোবিতে চার যুগলসহ আটক ১৫, মুচলেকা দিয়ে মুক্তি

বেরোবি প্রতিনিধি 

প্রকাশিত : ১০:১৭, ৩ নভেম্বর ২০২৪

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ১৫ বহিরাগতকে আটক করা হয়। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

শনিবার (২ নভেম্বর) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন ক্যাম্পাসে অভিযান চালায়। 

এতে পুলিশ ফাঁড়ি মাঠ, ভিসি মাঠ ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান থেকে চার যুগলসহ ১৫ জন বহিরাগতকে আটক করে প্রক্টরিয়াল বডি ও পুলিশ সদস্যরা। পরে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বেরোবি প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান বলেন, ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রক্টরিয়াল বডি ও পুলিশ প্রশাসন কাজ করছে। রাতে পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে প্রক্টরিয়াল বডির সদস্যরা অভিযান চালানোর সময় মাঠের অন্ধকার থেকে চার বহিরাগত যুগল ও মাদক সংশ্লিষ্টতায় কয়েকজন যুবককে আটক করা হয়। 

প্রথমবারের মতো আটক হওয়ায় তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আগামীতেও আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান প্রক্টর।

এদিকে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) নবীন শিক্ষার্থীদের সঙ্গে কোনো ধরনের র‌্যাগিং করলে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

শনিবার (২ অক্টোবর) বেরোবির প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাগিং হলো শিক্ষা প্রতিষ্ঠানে নবাগত শিক্ষার্থীকে পরিচিত হওয়ার নামে বিভিন্নভাবে বিব্রত করা, বিরক্ত, অপমান ও অসভ্য আচরণ করা। এছাড়া শারীরিক ও মানসিকভাবে নির্যাতন। এটি সামাজিক ব্যাধি, এর ফলে ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়। শিক্ষার্থীর মানসিক সমস্যার সৃষ্টি হয়।

আরও বলা হয়, নবাগত শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার র‌্যাগিং করা যাবে না। র‌্যাগিং-এ কোনো শিক্ষার্থীর সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া মাত্র তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, ৩ নভেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হবে। নবীনবরণ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি বিভাগ সাজানো হয়েছে। সেইসঙ্গে বিভাগগুলোতে ফুল দিয়ে বরণসহ বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি