ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জাবির সাহিত্য ইনস্টিটিউট থেকে ‘বঙ্গবন্ধু’ নাম প্রত্যাহার

জাবি সংবাদদাতা 

প্রকাশিত : ২২:৩৫, ১১ নভেম্বর ২০২৪

শিক্ষার্থীদের দাবির মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নাম থেকে 'বঙ্গবন্ধু' শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

রোববার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় সিদ্ধান্তটি নেয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ বি এম আজিজুর রহমান।

এর আগে, গত ৩০ সেপ্টেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইন্সটিটিউটের নাম থেকে বঙ্গবন্ধু শব্দ প্রত্যাহারসহ ৩ দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দেন ওই ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে উত্থাপিত তাদের দাবিগুলো হলো- ইনস্টিটিউটের নাম সংস্কার করে শুধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট ও ইংরেজিতে Institute of Comparative Literature and Culture করতে হবে, অনতিবিলম্বে ইনস্টিটিউটকে বিসিএস বিষয় কোডে অন্তর্ভুক্ত করতে হবে এবং অতিদ্রুত ক্লাসরুম সংকট দূর করতে হবে।

স্মারকলিপি জমা দেয়ার পূর্বে ইনস্টিটিউটের শিক্ষার্থীরা গণস্বাক্ষরের মাধ্যমে একাত্মতা প্রকাশ করেন। সেসময় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বিষয়টি সিন্ডিকেটে উত্থাপন করে সিদ্ধান্ত নিবেন বলে আশ্বস্ত করেন।

উল্লেখ্য, ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মাধ্যমে তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট শিক্ষা কার্যক্রম শুরু করে।

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি