ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কমিটির ওপর আস্থা নেই, ফের আন্দোলনে পলিটেকনিক শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০২, ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা রাখতে না পেরে আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে পলিটেকনিক শিক্ষার্থীরা।

বুধবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানায় শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘কারিগরি ছাত্র আন্দোলন’। সংগঠনের অস্থায়ী সেল সম্পাদক মো. সাব্বির আহমেদ বলেন, “শিক্ষা মন্ত্রণালয়ের কমিটির ওপর শিক্ষার্থীরা আস্থা রাখতে পারছে না। এর আগেও একাধিকবার এমন কমিটি হয়েছে, কিন্তু বাস্তবায়ন হয়নি কোনো দাবি। তাই সম্মিলিত সিদ্ধান্তে আন্দোলন স্থগিতের ঘোষণা প্রত্যাহার করা হয়েছে।”

তিনি জানান, বৃহস্পতিবার ঢাকায় অনুষ্ঠিত হবে কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্মেলন। সেখানে পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। ইতোমধ্যে বিভাগীয় পর্যায় থেকে পলিটেকনিক শিক্ষার্থীদের প্রতিনিধিরা ঢাকায় এসে পৌঁছেছেন এবং বাকি প্রতিনিধিদেরও আসতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে সংবাদ সম্মেলন করে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিতের ঘোষণা দিয়েছিলেন। তবে দাবি বাস্তবায়নে গড়িমসি হলে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারিও দিয়েছিলেন তারা।

এদিকে পলিটেকনিক শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নে বুধবার বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিতে কারিগরি ছাত্র আন্দোলনের একজন উপদেষ্টাও অন্তর্ভুক্ত রয়েছেন।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি