শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জাফর ইকবালের
প্রকাশিত : ১০:৩৪, ৪ মার্চ ২০১৮
শিক্ষার্থীদের কোনো ধরনের উত্তেজনার বহিঃপ্রকাশ না ঘটিয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জনপ্রিয় লেখক অধ্যাপক জাফর ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বার্তা দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী শিক্ষক ইয়াসমিন হক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ। জাফর ইকবাল দ্রুতই সুস্থ হয়ে আবার ক্যাম্পাসে ফিরে যাবেন বলেও জানান তাঁরা।
শনিবার বিকালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে হামলার শিকার এই জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাতেই এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে আসা হয়। এ সময় জাফর ইকবালের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শিক্ষক ইয়াসমিন হক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদ উদ্দিন আহমদ। পরে রাতে তাঁরা জাফর ইকবালের সার্বিক শারীরিক পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় জাফর ইকবালের বরাত দিয়ে সবাইকে শান্ত থাকার অনুরোধ করেন।
উল্লেখ্য, গতকাল শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের একটি উৎসবে অংশ নিয়ে অন্যদের সঙ্গে মুক্তমঞ্চে বসে ছিলেন মুহম্মদ জাফর ইকবাল। হঠাৎ পেছন থেকে তাঁর মাথায় ছুরিকাঘাত করেন ফয়জুর রহমান (২৪) নামে এক যুবক। ওই যুবক সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াপন গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে কুমারগাঁওয়ের শেখপাড়ায় থেকে তিনি মাদ্রাসায় পড়ালেখা করেছেন।
একে// এআর
আরও পড়ুন