জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি কার্যক্রম শুরু
প্রকাশিত : ১৮:৩৪, ৪ মার্চ ২০১৮
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) এবং ২০১৭ সালের মাস্টার্স (প্রাইভেট) প্রোগ্রামে অনলাইন ভর্তি কার্যক্রমের প্রাথমিক আবেদন ৬ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ ভর্তি সংক্রান্ত সব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (nu.edu.bd/admissions অথবা (www admissions.nu.edu.bd) Important Notice/ Prospectus (Master’s) অপশনে পাওয়া যাবে।
৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা সোমবার: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষা সোমবার দুপুর দেড়টা থেকে শুরু হবে। সারাদেশের ৫৪৯টি কলেজের ১৭৬টি কেন্দ্রে সর্বমোট এক লাখ ৩৩ হাজার ১০৬ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশ নেবেন।
এসি
আরও পড়ুন