জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদ
শাবিপ্রবিতে শিক্ষকদের অনশন
প্রকাশিত : ১৪:১৪, ৫ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:১৫, ৫ মার্চ ২০১৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে শিক্ষাবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে দুই ঘণ্টার প্রতীকী অনশন ও কর্মবিরতি চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে এ অনশন চলছে।
এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফরিদউদ্দন আহমেদ, কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি সৈয়দ হাসানুজ্জামান শ্যামল, সমিতির সাবেক সভাপতি কবির হোসেন, আরেক সাবেক সভাপতি সৈয়দ শামসুল আলম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক মো. রাশেদ তালুকদার, ক্যামিকৌশল ও পলিমার বিজ্ঞান বিভাগের শিক্ষক মো. আখতারুল ইসলামসহ অনেক শিক্ষক উপস্থিত রয়েছেন।
শিক্ষকেরা এ ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সৈয়দ সামসুল আলম বলেন, এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা ঘটনার সঙ্গে জড়িত পেছনের কারিগরদের চিহ্নিত করে শাস্তি দাবি করছি।
এর আগে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগ যৌথভাবে মৌন মিছিল বের করে। দুপুর সাড়ে ১২টার দিকে ক্যাম্পাসের এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনের সামনে থেকে মিছিলটি বের হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রন্থাগারের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ করে। সেখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক জহিরুল ইসলাম, শহীদুর রহমান, রেজা সেলিম ও সাইফুল ইসলাম বক্তব্য দেন।
গত শনিবার সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মুক্তমঞ্চে জাফর ইকবালের মাথায় ছুরিকাঘাত করে ফয়জুর রহমান নামের এক যুবক। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে সিএমএইচে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর শরীরে ছয়টি আঘাত আছে। তবে তিনি শঙ্কামুক্ত।
/এআর/
আরও পড়ুন