ঢাকা, বৃহস্পতিবার   ০৭ নভেম্বর ২০২৪

ভর্তি জালিয়াতির অভিযোগে জবি ছাত্র গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১০, ৫ মার্চ ২০১৮

জালিয়াতি করে ভর্তি হওয়ার অভিযোগে গ্রেফতার হল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। ভূমি আইন ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের ছাত্র এলিন শেখের বিরুদ্ধে ভর্তি জালিয়াতির অভিযোগে বিশ্ববিদ্যালয় প্রশাসন মামলা দায়ের করলে গ্রেফতার হন তিনি।

আজ সোমবার প্রশাসনের পক্ষে কোতোয়ালি থানায় পাবলিক পরীক্ষা আইনে  মামলাটি দায়ের করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার মো. সাইদুর রহমান। আজই তাকে আদালতে হাজির করা হয়।

পুলিশ এলিনের দুই দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করে। বর্তমানে এলিন পুলিশ হেফাজতে আছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষায় জালিয়াতির আশ্রয় নেয় এলিন। দেড় লক্ষ টাকা চুক্তির বিনিময়ে এলিনের পরিবর্তে ভর্তি পরীক্ষায় অংশ নেয় অন্য আরেক ব্যক্তি।

তবে ঐ পরীক্ষায় অংশ নেওয়া ব্যক্তির নাম পরিচয় এখনও জানা যায়নি।

আসামি এলিন শেখ সাম্প্রতিক সময়ের প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের সক্রিয় সদস্য বলে আদালতকে জানান মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোবারক হোসেন। তিনি মামলার নথিতে আরও জানান, “জালিয়াতির মাধ্যমে ভর্তি হয়ে তিনি (এলিন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস করে আসছিলেন। প্রশ্নপত্র ফাঁস ও জালিয়াতি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করার জন্য তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি”।

কীভাবে জালিয়াতির মাধ্যমে ওই ছাত্র ভর্তি হয়েছেন, সে ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার সাইদুর রহমান বলেন, “ওই ছাত্র ভর্তি পরীক্ষার প্রবেশপত্রে অজ্ঞাত আরেকজন ব্যক্তির ছবি সংযুক্ত করে জালিয়াতির আশ্রয় নেয়। এভাবে জালিয়াতির মাধ্যমে পরীক্ষা দিয়ে ভর্তি হয় এলিন। তিনি নিয়মিত ক্লাস করার পরও তাঁর ভর্তি পরীক্ষার কাগজপত্র যাচাই-বাছাই করার সময় জালিয়াতির বিষয়টি বিশ্ববিদ্যালয়ের নজরে আসে”।

জালিয়াতির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আর কেউ ভর্তি হয়েছে কি না, সে ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অনুসন্ধান চালিয়ে যাচ্ছে বলে জানান সহকারি রেজিস্ট্রার সাইদুর রহমান। আর এমন কাউকে পাওয়া গেলে প্রমাণ সাপেক্ষে সেসব শিক্ষার্থীর বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

//এস এইচ এস//টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি