ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

৩০ জুনের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪২, ১৪ মার্চ ২০১৮

আগামী ৩০ জুনের মধ্যে দেশের সব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল কর্মসূচি বাস্তবায়ন হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান। পাশাপাশি এ সময়ের মধ্যে মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

বুধবার দিনাজপুর শহরের উপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে জেলার সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শতভাগ মিড ডে মিল ঘোষণা এবং মান সম্মত প্রাইমারী শিক্ষা নিশ্চিতকরণে যোগাযোগ ও সামাজিক উদ্বুদ্ধকরণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল, এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মনোরঞ্জনশীল গোপাল এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, প্রাথমিক শিক্ষার পরিচালক (প্রশাসন) সাবের হোসেন প্রমুখ ।

মন্ত্রী প্রতিমাসে ৩০ টাকা দিয়ে সন্তানদের একটি করে খাতা কিনে দেওয়ার জন্য মা’দের প্রতি আহবান জানিয়ে বলেন, সন্তানের প্রতি মায়ের যে মমতা ও ভালোবাসা তা কোনভাবেই কৃত্রিম হতে পারে না। সন্তানের বুদ্ধি বিকাশ ও ভাল মানুষ হিসেবে গড়ে তোলার প্রধান কারিগর হচ্ছেন মা। আর শিক্ষকেরা ছাত্রদের মায়া মমতা দিয়ে আনন্দের মাধ্যমে পাঠদান করে শিক্ষিত করে তুলবেন।

আদর্শিক বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের সকল সদস্যের আন্তরিক সহযোগিতা কামনা করে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে মান সম্মত শিক্ষার পরিবেশ গড়ে তুলে দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলায় পরিণত করা সম্ভব। বাসস

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি