ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মারধরের ঘটনায় ঢাবির সেই চেয়ারম্যানকে অব্যাহতি 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৭, ১৮ মার্চ ২০১৮ | আপডেট: ১৮:৫০, ১৮ মার্চ ২০১৮

সহকর্মীকে মারধরের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ড. মেজবাহ-উল-ইসলামকে তার দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। 

রোববার (১৮ মার্চ) বিকেল ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

গত ১৩ মার্চ মঙ্গলবার বিভাগের চেয়ারম্যান মেজবাহ-উল-ইসলামের বিরুদ্ধে তাঁর সহকর্মী সহযোগী অধ্যাপক আনোয়ারুল ইসলামকে মারধর করার অভিযোগ ওঠে। তার পরের দিন ভুক্তভোগী শিক্ষক বিশ্ববিদ্যালয় উপাচার্য ও প্রক্টর বরাবর অভিযোগ দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ রোববার সুষ্ঠু বিচার দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ডাক দেয়। মানববন্ধন শেষে এ ঘটনার বিচার দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বরাবর স্মারকলিপি দেয়।

এর পরই উপাচার্য এই পদক্ষেপ গ্রহণ করেন। আখতারুজ্জামান বলেন, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যানকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একাডেমিক বিষয় দেখার জন্য কলা অনুষদের ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি