ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঢাকা বোর্ডের নতুন চেয়ারম্যান জিয়াউল হক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৬, ১৯ মার্চ ২০১৮

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানায়, দুই মাসেরও বেশী সময় শূন্য থাকার পর ঢাকা শিক্ষা বোর্ডে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে প্রফেসর মু. জিয়াউল হক।

প্রফেসর মু. জিয়াউল হক সহ সম্ভাব্য তিনজনের নাম উল্লেখ করে কিছুদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছিল মন্ত্রণালয় থেকে। প্রধানমন্ত্রী জিয়াউল হককে ঢাকা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অনুমোদন দিয়েছেন। সেই সারসংক্ষেপ শিক্ষা মন্ত্রণালয়ে এসেছে। সোমবারই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি