ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কারমাইকেল কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষকে ওএসডি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৬, ২৭ মার্চ ২০১৮

রংপুর কারমাইকেল কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষকে ওএসডি করা হয়েছে। আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব ফাতেমাতুল জান্নাত স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই তথ্য জানা গেছে।

অধ্যক্ষ আবদুল লতিফ মিয়া ও উপাধ্যক্ষ মো. আবদুর রাজ্জাক এখন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কাজ করবেন।  

আদেশে বলা হয়েছে, অবসরগ্রহণের সুবিধার্থে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ওই দুই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হলো।

কলেজে দুর্নীতি-অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ মিয়ার বিরুদ্ধে উপাধ্যক্ষ আবদুর রাজ্জাকসহ সব শিক্ষক-কর্মচারী জোট বেঁধে গত ১০ ফেব্রুয়ারি থেকে আন্দোলন শুরু করেন। অবশ্য অধ্যক্ষকে ওএসডি করার খবর জানাজানি হওয়ার পরে দুপুরের দিকে কলেজের শিক্ষকেরা সভা ডেকে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি