ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

সব ধরনের কোচিং সেন্টার অবৈধ: শিক্ষামন্ত্রী [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:২৭, ২৮ মার্চ ২০১৮

প্রশ্নপত্র ফাঁসমুক্ত পরীক্ষা অনুষ্ঠানে আবারো আশার কথা শোনালেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত কার্যকরে শিক্ষা মন্ত্রণালয়ের সীমাবদ্ধার কথাও বলেন মন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, সব ধরনের কোচিং সেন্টার অবৈধ। এগুলোর বন্ধের দায়িত্ব আইন প্রয়োগকারী সংস্থার।

আগামি ২ এপ্রিল সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা।

এ বছর এই পরীক্ষা মোট পরীক্ষার্থী ১৩ লাখ ১১ হাজার ৪৫৭। যা গত বছরের চেয়ে ১ লাখ ২৭ হাজার ৭৭১ জন বেশি। মোট পরীক্ষা কেন্দ্র ২ হাজার ৫৪১ ।

সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা নেবার কথা জানিয়ে বলেন, এবার একাধিক সেট প্রশ্নপত্র কেন্দ্রে পাঠানো হবে। পরীক্ষা শুরুর ২৫ মিনিট আগে ঢাকায় কেন্দ্রীয়ভাবে লটারি করে সেটকোট সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

তিনি জানিয়েছেন, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রশ্নফাঁস ঠেকাতে আগের চাইতে অনেক বেশি কৌশলী পদক্ষেপ নেয়া হয়েছে।

তিনি আরও জানান, প্রশ্নপত্র ফাঁস ও ফাঁসের গুজবের সাথে জড়িত ১৫৭ জনকে আইনের আওতায় আনা হয়েছে। ৫২ টি মামলার তদন্ত চলছে। এছাড়া এসএসসি-র প্রশ্ন ফঁসে জড়িত শিক্ষকদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

ভিডিও:


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি