ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ভালুকায় বিস্ফোরণ

মারা গেছেন কুয়েট শিক্ষার্থী শাহীন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৫, ২৯ মার্চ ২০১৮

ময়মনসিংহের ভালুকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্র শাহীন মিয়া মারা গেছেন। জানা গেছে, তার শরীরের ৮৩ শতাংশ পুড়ে গিয়েছিল।

গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জানান, ময়নাতদন্তের জন্য শাহীনের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে ভালুকার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার আর এস টাওয়ার নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলায় ভয়াবহ বিস্ফোরণে ওই বাসার কাচ, পার্টিশন ও দুটি দেওয়াল চুরমার হয়ে যায়। এতে তাওহীদুল ইসলাম তপু নামে ২৪ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাকি তিন বাসিন্দা। হতাহত চারজনই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের শিক্ষার্থী। একটি টেক্সটাইল মিলে ইন্টার্ন করতে ভালুকায় এসে গত ১০ মার্চ ওই বাসা এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন তারা।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি