ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

ঢাবি ক্যাম্পাসে আহত ছাত্রের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৯, ৩১ মার্চ ২০১৮

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মো. তানভীর নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে ওই ছাত্রকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস মৃত্যুর বিশ্বয়টি নিশ্চিত করেছেন। শাহবাগ থানার পরিদর্শক জাফর আলী বিশ্বাস জানান, ব্যবসায় শিক্ষা অনুষদের সান্ধ্যকালীন এমবিএ’র ছাত্র তানভীরকে কলাভবনের পেছনে ‘গুরুতর’ আহত অবস্থায় পাওয়া যায়। পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিনি আরও বলেন, এটা হত্যা না আত্মহত্যা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এ ব্যাপারে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী একুশে টিভি অনলাইনকে বলেন, আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত করার পর গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এমএইচ/টিকে

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি