ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

অনুষ্ঠিত হলো পিইউবি’র নবীন বরণ উৎসব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০০, ১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১১:৪২, ২ এপ্রিল ২০১৮

দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর (পিইউবি) নবীন বরণ উৎসব-২০১৮ অত্যন্ত আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর আসাদগেটের নিজস্ব ক্যাম্পাসের অডিটোরিয়ামে শনিবার (৩১ মার্চ) এই অনুষ্ঠান হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রফেসর ড. শামিমা নাসরিন সাহেদ (সদস্য সচিব বোর্ড অব ট্রাস্টিজ, পিইউবি)। নবীন বরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. একেএম সালাউদ্দিন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্ট-এর চেয়ারম্যান ও সকল ছাত্র-ছাত্রীরা।

১৯৯৬ সালে পিইউবি’র যাত্রা শুরু হয়। এখন পর্যন্ত অত্যন্ত সুনামের সঙ্গে পাঠদানসহ বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ (পিইউবি) পড়াশুনার মানের দিক থেকে প্রথম সারিতে অবস্থান করছে। 

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি