ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

স্মার্টফোন রাখার দায়ে ৩২ শিক্ষার্থী বহিষ্কার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৫ এপ্রিল ২০১৮

এইচএসসি পরীক্ষার হলে স্মার্টফোন রাখার দায়ে রাজধানীর আহমেদ বাওয়ানী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৩২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় তাদের বহিষ্কার করা হয়।

বহিষ্কৃতরা সোহরাওয়ার্দী কলেজের ও হাজী সেলিম কলেজের কলেজের শিক্ষার্থী।

এই ঘটনায় কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা কর্মকর্তা উপসচিব আবু আলম মো. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।  

উল্লেখ, গত ২ এপ্রিল থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে।

এমএইচ/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি