ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

জাবিতে পুলিশ শিক্ষার্থী সংঘর্ষে আহত ৩০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:১৬, ৯ এপ্রিল ২০১৮

সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন এখন প্রায় সব কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালেয়ে ছড়িয়ে পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ চলছে শিক্ষার্থীদের। এতে ইতোমধ্যে ৩০ জন আহত হয়েছে বলে বিশ্ববিদ্যালয় মেডিকেল সূত্রে জানা গেছে। এদিকে অবরোধ থেকে শিক্ষার্থীদের ফিরিয়ে আনতে গিয়ে পুলিশের ছোড়া টিয়ার সেলে জাবির প্রক্টর শিকদার মোহাম্মদ জুলকারনাইন অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

এর আগে সকাল ১০টা থেকে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস বর্জন করে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি মিছিল বের করে ঢাকা-আরিচা মহাসড়ক গিয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি