ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

কোটা সংস্কারের নামে নৈরাজ্য নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৯ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার আন্দোলনের নামে ভাঙচুর, হামলা ও নৈরাজ্য সৃষ্টির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, কোটা সংস্কারের নামে নৈরাজ্য নিন্দনীয়। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা ও হত্যা চেষ্টার ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, এর পেছনে যারা উসকানি দিচ্ছে,তাদের স্বার্থ হাসিলের জন্যই এ ঘটনা ঘটানো হচ্ছে।

নুরুল ইসলাম নাহিদ বলেন, কোটা সংরক্ষণ বিষয়ে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। সরকার এ বিষয়ে সম্প্রতি একটি ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, প্রয়োজনীয় যোগ্যতা না থাকলে কোটাধারীরাও চাকরিতে আসতে পারে না। কোটা পূরণ যদি না হয়, তাহলে সেসব পদ মেধা তালিকা থেকেই পূরণ করার নির্দেশনা রয়েছে।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবিলা এবং ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে সরে আসার আহবান জানান।

আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি