ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

চাকুরিতে প্রবেশের বয়স ৩৫

দাবি আদায়ে রিক্সা র‌্যালি করবেন আন্দোলনকারীরা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ১৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ২২:২৪, ১৫ এপ্রিল ২০১৮

সরকারি-বেসরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের উদ্যোগে আগামীকাল সোমবার প্রতীকী রিক্সা র‌্যালীর আয়োজন করতে যাচ্ছে।

সোমবার সকাল ১১টায় রাজধানীতে  বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ এই প্রতীকী রিক্সা র‌্যালীর আয়োজন করবে।

র‌্যালীটি রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে থেকে প্রেসক্লাব হয়ে আবার শাহবাগে ফিরে আসবে। এতে চাকুরি প্রত্যাশীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশ নেবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি