ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

আন্দোনলকারীদের নিয়ে প্রকাশিত সংবাদে ইত্তেফাকের দু:খ প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ১৬ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার আন্দোলন নিয়ে সোমবার দৈনিক ইত্তেফাকে ‘কোটা আন্দোলনের সেই চার নেতার একজন শিবিরের সক্রিয় কর্মী’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়েছে কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’।

প্রকাশিত সংবাদটি ইতোমধ্যেই দৈনিক ইত্তেফাকের অনলাইন সংস্করণ থেকে প্রত্যাহার করা হয়েছে। এই সংবাদের ওপর কারো ব্যক্তিগত ক্ষোভ বা দু:খ পেয়ে থাকলে দৈনিক ইত্তেফাক কর্তৃপক্ষ সেইজন্য দু:খ প্রকাশ করছে।

এর আগে আজ সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্লাটফর্ম সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ ইত্তেফাকের সংবাদকে ভুয়া বলে উল্লেখ করে। তারা এ সংবাদ প্রত্যাহারের দাবি জানায়।

/ এআর /

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি