ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৪ মে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ২৩ এপ্রিল ২০১৮

প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত দ্বিতীয় ধাপে স্থগিত থাকা ‘সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০১৪’আগামী ৪ মে অনুষ্ঠিত হবে। এ ধাপে মোট ২৫ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা হবে। এ লক্ষ্যে সোমবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সভা শুরু হয়েছে। সভায় দ্বিতীয় ধাপের পরীক্ষার প্রস্তুতি সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে।
এর আগে প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ এর লিখিত পরীক্ষা চলতি মাসের ২০ এপ্রিল অনুষ্ঠিত হয়। সেদিন দেশের ১২ জেলায় এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বর্তমানে অন্যান্য ২৫ জেলায় নিয়োগ পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
দুপুর আড়াইটায় সভা শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ডিপিই’র অতিরিক্ত মহাপরিচালক মো. রমজান আলী বলেন, আগামী ৪ মে দ্বিতীয় ধাপে মোট ২৫ জেলায় শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর এক সপ্তাহ পর তৃতীয় ধাপে নিয়োগ পরীক্ষা আয়োজন করা হবে। দ্বিতীয় ধাপের পরীক্ষার পর তৃতীয় ধাপের সময় চূড়ান্ত করা হবে।
ওএমআর শীট পূরণের নির্দেশনাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য www.dpe.gov.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।
/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি