ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কোটা সংস্কার

নানকের সঙ্গে বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:১০, ২৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৫৫, ২৭ এপ্রিল ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে বৈঠকে বসেছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি প্রতিনিধি দল। শুক্রবার রাতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ–সংলগ্ন ন্যাম ভবনে আন্দোলনকারীদের ১৫ সদস্যের একটি প্রতিনিধি দলের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।   

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আন্দোলন করছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়লে ১১ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু এখনো তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ পায়নি।

এমএইচ/এসি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি