ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রংপুরে স্কুলের ব্যতিক্রমী উদ্যোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ১ মে ২০১৮ | আপডেট: ১৯:১৮, ১ মে ২০১৮

পাঠদানের পাশাপাশি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রংপুর নগরীর শিশুকলি প্রিক্যাডেট স্কুল। এখানে শিক্ষকরা গল্পের মাধ্যমে প্রতিদিন এক ঘন্টা করে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস বিষয়ে জানান শিক্ষার্থীদের। এতে শিশুরা উজ্জীবিত হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনায়; উদ্বুদ্ধ হচ্ছে দেশপ্রেমে।

৪ বছরের শিশু মুক্তামনি বলতে পারে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম, ভাষা আন্দোলনে কারা শহীদ হয়েছিলো। মহান মুক্তিযুদ্ধ কখন হয়েছিলো। দেশের প্রধানমন্ত্রী কে?

বিদ্যালয়টিতে এমন কোন শিক্ষার্থী পাওয়া যাবেনা যারা এসব বলতে পারেনা। শুধু তাই নয় জাতির জনক বঙ্গবন্ধুকে কিভাবে কারা স্বপরিবারে হত্যা করেছিলো তাও জানে তারা। এখান থেকে তারা জানতে পারছে স্বাধীন বাংলাদেশের ইতিহাস।

৫ বছর আগে নগরীর রবার্টসনগঞ্জ কুটিপাড়ায় প্রতিষ্ঠিত হয় স্কুলটি। লেখাপড়ার পাশাপাশি নাচ, গান ও শরীরচর্চা বিষয়ে হাতেকলমে শিক্ষা দেয়া হয় এখানে। এ বছর পিইসি পরীক্ষায় ২৭ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে।

অভিভাবকরাও তাদের সন্তানদেরকে এই স্কুলে পড়িয়ে সন্তষ্ট।

মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে এমন উদ্যোগ নেয়ার দাবি অভিভাবকসহ সকলের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি