ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

১৫৭৪ স্কুলে শতভাগ পাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ৬ মে ২০১৮

এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ৬৯২টি কমেছে। আর শতাভাগ ফেল করেছে- এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৬টি বেড়েছে।

রোববার সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এবারের মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

এ পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৭ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১০ হাজার ৬২৯ জন।

এবার সারা দেশে মোট ২৮ হাজার ৫৫৮টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। গতবছর এই সংখ্যা ছিল ২৮ হাজার ৩৫৯টি।

এবারের পরীক্ষায় সারা দেশে এক হাজার ৫৭৪টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই উত্তীর্ণ হয়েছে। গত বছর ২ হাজার ২৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছিল।

ঢাকা বোর্ডে ১৮৪টি, রাজশাহী বোর্ডে ২০৬টি, কুমিল্লা বোর্ডের ৭৪টি, দিনাজপুর বোর্ডের ৮৪টি, সিলেট বোর্ডের ২৩টি, যশোর বোর্ডের ৭৩টি, বরিশাল বোর্ডের ৫০টি এবং চট্টগ্রাম বোর্ডের ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। এছাড়া মাদ্রাসা বোর্ডের ৭৫৭টি এবং কারিগরি বোর্ডের ৯৬টি প্রতিষ্ঠানের সবাই পাস করেছে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি