ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

স্টামফোর্ডে আন্তর্জাতিক পোগ্রামের ইনফো সেশনে লিডসাস লিমিটেড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৬, ৬ মে ২০১৮ | আপডেট: ২০:৫৮, ৬ মে ২০১৮

আসন্ন ফিউচার সিটি সামিট ( হংকং, চায়না) ও গ্লোবাল এন্টারপ্রিনিয়রশীপ বুটক্যাম্পের (ইন্দোনেশিয়া) ইনফরমেশন সেশনে উপস্থিত হয়েছিলেন কনফারেন্স দুটির বাংলাদেশী অফিশিয়াল পার্টনার লিডসাস লিমিটেড।

রোববার (৬ মে) রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।    

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর আরিফুর রহমান। স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন লিডসাস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা সাদিক আল সরকার, ফিউচার সিটি সামিট ও জিওবি এর কান্ট্রি ডিরেক্টর শাদমান সাদাব, জিওবির প্ল্যানিং এ্যান্ড কমিউনিকেশন ডিরেক্টর তাফহীমুর রহমান।

এসময় এফসিসি ও জিওবি তে কিভাবে আবেদন করতে হবে, দুটি বৈশ্বিক কনফারেন্সে যাওয়ার পদ্ধতি, সেখানের সম্ভাব্য শিডিউল, বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য স্কলারশীপের নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত জানান আয়োজক প্রতিষ্টান লিডসাস লিমিটেড। এরই ধারাবাহিকতায় ইতোপূর্বে, দেশের বেশকয়েকটি বিশ্ববিদ্যালয়ে যায় টিম লিডসাস।

প্রধান অতিথির বক্তব্যে প্রক্টর আরিফুর রহমান বলেন, " বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় ধরনের সুযোগ। যারা নতুন কিছু করতে চায় বা উদ্যোক্তা তাদের এধরনের সুযোগ কাজে লাগানো উচিত।"

আয়োজক প্রতিষ্ঠান লিডসাসের প্রতিষ্ঠাতা সাদিক আল সরকার বলেন, " স্টামফোর্ড ইউনিভার্সিটি দেশের অন্যতম স্বনামধন্য প্রতিষ্ঠান। দেশজুড়ে ইনফরমেশন সেশনের ধারাবাহিকতায় আমরা স্টামফোর্ডে এসে বেশ সাড়া পেলাম, আপনাদের অসংখ্যা ধন্যবাদ। ভবিষৎতে চাকুরী, ইন্টার্নশীপ সহ বিভিন্ন ধরনের বিষয়ে লিডসাস আপনাদের পাশে থাকবে।"

এসি   

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি