ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

মেয়ের সঙ্গে বিএনপি নেতার এসএসসি পাশ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৭ মে ২০১৮ | আপডেট: ১৭:৪৭, ৭ মে ২০১৮

এবারের এসএসসি পরীক্ষায় বাবা মেয়ে একসঙ্গে এসএসসি পাশ করেছেন। আর এটিই এখন এলাকার সবার মুখে মুখে। টাঙ্গাইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী এবার এসএসসি পরীক্ষা দেন। সঙ্গে ছিলেন তার মেয়েও। দুজনই পাশ করেছেন। বাবা ও মেয়ের একই সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ ও পাস করা নিয়ে বিষয়টি টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।  

স্থানীয় সূত্রে জানা গেছে, আশরাফ পাহেলীর একমাত্র মেয়ে আশা বিনতে আশরাফ ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইল শহরের সৃষ্টি একাডেমিক স্কুল থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশ নিয়ে ‘এ’ গ্রেড পেয়েছে।

একইসঙ্গে আশরাফ পাহেলী কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজ থেকে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন।

হাজী শমশের আলী স্কুল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন আশরাফ পাহেলীর পরীক্ষায় পাস করার বিষয়টি নিশ্চিত করেছেন।

মেয়ের সঙ্গে এবার এসএসসি পরীক্ষা দিয়ে পাস করার বিষয়টি স্বীকার করেছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফ পাহেলী।

এসি  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি