ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কোটা সংস্কার: প্রজ্ঞাপনের দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৮, ১৪ মে ২০১৮ | আপডেট: ১৫:১৩, ১৪ মে ২০১৮

কোটা বাতিলের প্রক্ষাপন জারির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ক্লাস-পরীক্ষা বর্জন করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দফতরের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। এতে বিশ্ববিদ্যালয়ের কোনো বাস ক্যাম্পাস ছেড়ে যায়নি।

পরে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবনের সামনে গিয়ে অবস্থান নিয়ে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করে। তবে দু-একটি বিভাগে ক্লাস অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।

এদিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ হওয়ায় সকাল সাড়ে ১০টায় প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রার কারণে আন্দোলনকারীরা পরিবহন দফতর ও একাডেমিক ভবনের সামনে থেকে সরে আসে।

আন্দোলনের রাবি শাখার সমন্বয়ক মাসুদ মোন্নাফ বলেন, আমাদের একটাই দাবি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন চলবে। কিছু বিভাগে শিক্ষার্থীরা ক্লাসের জন্য আসলে আমরা তাদেরকে ক্লাস বর্জনের অনুরোধ করলে তারাও আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। আমরা শান্তিপূর্ণভাবে সব কর্মসূচি পালন করছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, ছাত্রদের পরিবহন দফতরের সামনে অবস্থানের কথা জানতে পারলে আমি সেখানে উপস্থিত হই। আন্দোলনকারী নেতারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করবে বলে আমাকে প্রতিশ্রুতি দেয়। শান্তিপূর্ণ কর্মসূচি হওয়ায় তাদেরকে বাধা দেওয়া হয়নি।

এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি