ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

মহাকাশ জয়ে টিএসসিতে ডিইউআইটিএসের আনন্দ র‌্যালি   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৩, ১৫ মে ২০১৮ | আপডেট: ০০:১৭, ১৫ মে ২০১৮

বিশ্বের ৫৭তম স্যাটেলাইট ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে মহাকাশ জয় করায় আনন্দ র‌্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

সোমবার (১৪ মে) দুপুর ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শুরু হয়ে র‌্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে অংশ নেন ডিইউআইটিএসের শতাধিক শিক্ষার্থী।

এসময় স্যাটেলাইট বঙ্গবন্ধু-১, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের প্রতিকৃতি সম্বলিত বিভিন্ন প্লাকার্ড বহন করেন শিক্ষার্থীরা। ডিইউআইটিএস উপদেষ্টা আরিফ দেওয়ান, সভাপতি সাদেকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আসমা আক্তার র‌্যালিতে নেতৃত্ব দেন।  

এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি