ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

কোটা সংস্কার

দুই শিক্ষককে চাকরিচ্যূত করার দাবি চবি ছাত্রলীগের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৭, ১৮ জুলাই ২০১৮

কোটা সংস্কার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখির কারণে দুই শিক্ষককে চাকরিচ্যুত করার দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়ার সময় এ দাবি জানান ছাত্রলীগের নেতাকর্মীরা।

ছাত্রলীগ ওই দুই শিক্ষককে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে, তদন্ত কমিটি গঠনের মাধ্যমে তাদের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা গ্রহণ দাবি জানায়। এসময় ছাত্রলীগের নেতা-কর্মীরা বলেন, তারা বিশ্ববিদ্যালয়কে গরম করার চেষ্টা করছে। তাদেরকে চাকরিচ্যুত করতে হবে।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সমাজতত্ত্ব বিভাগের শিক্ষক মাইদুল হাসান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি করে আসছে। পাশাপাশি কোটা আন্দোলনের নীল নকশার অংশ হিসেবে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট প্রদান করে আসছে। যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক আলী আর রাজি ফেসবুকে পোস্ট দিয়ে বিশ্ববিদ্যালয়কে সুকৌশলে সহিংসতায় উসকানি দিচ্ছেন বলেও অভিযোগ তাদের।

এদিকে ছাত্রলীগের ক্রমাগত হুমকির জেরে এক শিক্ষক বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্যত্র সরে গেছেন। এ বিষয়ে চবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমজে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি