ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

রাবিতে আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয় শীর্ষক সেমিনার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৩, ২০ জুলাই ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) আয়োজিত ‘আদিবাসী জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় ইনস্টিটিউটের সেমিনার কক্ষে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

আইবিএস পরিচালক অধ্যাপক স্বরোচিষ সরকারের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক।

এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মেজবাহ কামাল এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ভারতের বিশিষ্ট সংগঠক নীতিশ বিশ্বাস।

দিনব্যাপী এই সেমিনারের প্রথম অধিবেশনে বেলা সাড়ে ১১টায় হাসান আজিজুল হকের সভাপতিত্বে মানিক সরেনের ‘সাঁওতাল জাতিসত্তার আত্মপরিচয়’, শুভ্র জ্যোতি চাকমার ‘চাকমা জাতিসত্তার আত্মপরিচয়’ ও আরোক টপ্পর ‘ওরাওঁ জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক ৩টি প্রবন্ধ হয়।

এছাড়াও মাহমুদুল সুমনের সভাপতিত্বে মথুরা বিকাশ ত্রিপুরার ‘ত্রিপুরা জাতিসত্তার আত্মপরিচয়’, মিলন কান্তি তঞ্চঙ্গ্যার ‘তঞ্চঙ্গ্যা জাতিসত্তার আত্মপরিচয়’ ও চিংলামং চৌধুরীর ‘মারমা জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক ৩টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

সেমিনারের দ্বিতীয় অধিবেশনে দুপুর আড়াইটায় ফিলিপ গাইনের সভাপতিত্বে অশোক বিশ্বাসের ‘রাজবংশী জাতিসত্তার আত্মপরিচয়’, এ কে শেরামের ‘মণিপুরী জাতিসত্তার আত্মপরিচয়’, রেমন্ড আরেংয়ের ‘গারো জাতিসত্তার আত্মপরিচয়’,পল্টন হাজংয়ের ‘হাজং জাতিসত্তার আত্মপরিচয়’ ও জির কুং সাহুর ‘বম জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক ৫টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

এছাড়াও স্বপন কুমার সিনহার সভাপতিত্বে হরেন্দ্রনাথ সিংয়ের ‘গোঞ্জু জাতিসত্তার আত্মপরিচয়’, বিভূতিভূষণ মাহাতোর ‘মাহাতো জাতিসত্তার আত্মপরিচয়’,অভিলাষ বিশ্বাসের ‘মালপাহাড়ি জাতিসত্তার আত্মপরিচয়’, মোহন রবিদাসের ‘রবিদাস জাতিসত্তার আত্মপরিচয়’ ও চৈতন্য মালোর ‘মালো জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক ৫টি প্রবন্ধ উপস্থাপিত হয়।

সেমিনারের তৃতীয় অধিবেশন শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। বখতিয়ার আহমেদের সভাপতিত্বে কৃষ্ণপদ মুন্ডার ‘মুন্ডা জাতিসত্তার আত্মপরিচয়’, পিপলু রাখাইনের ‘রাখাইন  জাতিসত্তার আত্মপরিচয়’, সুমনা  

হেমব্রময়ের ‘মাহালি জাতিসত্তার আত্মপরিচয়’, গৌরাঙ্গ পাত্রের ‘পাত্র জাতিসত্তার আত্মপরিচয়’ ও রুশ পতামের ‘খাসি জাতিসত্তার আত্মপরিচয়’ শীর্ষক ৫টি প্রবন্ধ উপস্থাপিত হবে ।

ইনস্টিটিউটের পিএইচডি গবেষক নিবেদিতা রায় ও এমফিল গবেষক নাজনীন নাহার সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। সেমিনারে দেশ-বিদেশ থেকে প্রায় একশত শিক্ষক, গবেষক, শিক্ষার্থী অংশ নেয়।

কেআই/ এসএইচ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি