ঢাকা, শনিবার   ০৫ অক্টোবর ২০২৪

মাভাবিপ্রবিতে সিআরসির নবীনবরণ অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ৪ মার্চ ২০২০

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ মাভাবিপ্রবি শাখার নতুন সদস্যদের নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সেমিনার রুমে এ নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিআরসির বার্ষিক কার্যক্রম নবীন শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা হয়। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: আরঙ্গজেব আকন্দ, বিএমবি বিভাগের চেয়ারম্যান মোঃ খাইরুল আলম, সহকারী অধ্যাপক সুব্রত ব্যানারজী, মোঃ জাহাঙ্গীর আলমসহ সিআরসির সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ‘থেকে একসাথে যুক্ত, করব পৃথিবী পথশিশু মুক্ত’ এই স্লোগান নিয়ে ২০১৭ সালের ২২ জুলাই পথশিশু মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এ সংগঠন প্রতিষ্ঠা করা হয়।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি