ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা

প্রকাশিত : ১৬:০৬, ৫ মার্চ ২০২০

ঢাকার নবাবগঞ্জের হলিক্রস স্কুল এন্ড কলেজে আয়োজিত চারদিন ব্যাপী আন্তঃ স্কুল-কলেজ ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে প্রতিযোগিতার আয়োজন করেন।

বুধবার বিকালে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা শিক্ষা অফিসার মো. বেনজীর আহম্মদ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০৪১ সালে আগে যারা দেশের নেতৃত্ব দিবে তাদেরকে এখনই তৈরি করতে হবে। তারা শারীরিকভাবে সুস্থ থাকবে, তারা নৈতিকতায় উন্নত থাকবে, তারা দেশপ্রেমী হবে, তাদের নেতৃত্বে গুণাবলী থাকবে। তাদেরকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে হলে এখনই শিক্ষক ও অভিভাবকদের এক সাথে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা শিক্ষার্থীরা বিজ্ঞান মেলা থেকে যে শিক্ষা গ্রহণ করলে তা বাস্তব জীবনে কাজে লাগাবে। কারণ বিজ্ঞান মেলা আয়োজনের মূল উদ্দেশ্য হলো তোমাদের কিছু শেখানো। শুধু শিক্ষিত হলে হবে না তোমাদেরকে সৎ মানুষ হতে হবে।

এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। রাতে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার আলবার্ট রত্ন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার সার্কেলের এএসপি এসএম জহিরুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বণিক, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার তরেণ।

প্রসঙ্গত, গত ১ মার্চ রোববার প্রতিযোগিতা শুরু হয়। মেলায় বিজ্ঞান, বাণিজ্য, ভূগোল, কম্পিউটার ও কৃষি বিষয়ের ওপর ১৬৫টি প্রজেক্টে প্রায় ৬০০ জন শিক্ষার্থী অংশ নেন। বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজসহ ৮টি স্কুলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি