ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে কুবিতে র‌্যালি

কুবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:০৯, ৭ মার্চ ২০২০

‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে র‌্যালি এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) পরিবারের সদস্যরা। 

শনিবার সকাল ১১টায় র‌্যালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণটি বিভিন্ন হলে প্রচার করা হয়। বাংলা বিভাগের সহকারি অধ্যাপক মো. মোকাদ্দেস-উল-ইসলাম সঞ্চালনায় বঙ্গবন্ধুর প্রতিকৃতির পাদদেশে এক সংক্ষিপ্ত আলোচনা হয়।
 
এর আগে  ভাষা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগসমূহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস), বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনসহ বিভিন্ন আঞ্চলিক সংগঠনগুলো।

কেআই/আরকে
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি