ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

গ্রীষ্মের ছুটিতেও অনলাইনে চলবে ডিপিএস এসটিএস স্কুলের কার্যক্রম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৩, ২১ মে ২০২০

দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস এসটিএস) ঢাকা ক্যাম্পাস।

দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস এসটিএস) ঢাকা ক্যাম্পাস।

করোনাভাইরাসের (কোভিড-১৯) বৈশ্বিক মহামারির সময়েও দিল্লি পাবলিক স্কুল (ডিপিএস এসটিএস) ঢাকা-এর দূরশিক্ষণ কার্যক্রম চলমান রেখেছে। কোয়ারেন্টাইনের সময়ে শিক্ষার্থীদের সক্রিয় ও মানসিক চাপমুক্ত রাখতে ডিপিএস এসটিএস স্কুল ঢাকা গ্রীষ্মের ছুটিতেও অনলাইনে এর বিভিন্ন কার্যক্রম চলমান রাখবে।

সম্প্রতি, মা দিবস উপলক্ষে স্কুলটির গ্রেড ১ থেকে গ্রেড ৪ পর্যন্ত শিক্ষার্থীদের একটি এ-ফোর আকৃতির কাগজে এক শব্দে তাদের মাকে বর্ণনা করতে উৎসাহিত করেছিলো। পরবর্তীতে এ নিয়ে একটি কোলাজ তৈরি করা হয় এবং স্কুলটির অফিশিয়াল ফেসবুক পেজে তা পোস্ট করা হয়। স্কুলের শিক্ষার্থীরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীও উদযাপন করে। এছাড়াও, স্কুলটির গ্রেড ৫ থেকে গ্রেড ১২ পর্যন্ত শিক্ষার্থীদের জন্য অনলাইনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।    

শিক্ষার্থীদের জন্য বগলস, গেস দ্য ব্র্যান্ড, ম্যাড হান্টের মতো বেশ কয়েকটি অনলাইন গেমেরও আয়োজন করা হয় এবং শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে এ গেমগুলো উপভোগ করে। কুক্যারি, অনলাইন শো অ্যান্ড টেল, জিঙ্গেলসহ বেশ কয়েকটি প্রতিযোগিতারও আয়োজন করা হয়। একইভাবে, স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষকরা সকল গ্রেডের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন কার্যক্রমের আয়োজন করে। এ কার্যক্রমগুলো শিক্ষার্থীদের যোগাযোগ দক্ষতা, মনে রাখার কৌশল, নির্ভুল বানান দক্ষতা, পৃথিবী সম্পর্কিত জ্ঞান এবং সাধারণ জ্ঞানসহ অন্যান্য অনেক ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে। 

এছাড়াও, স্কুলটির শিক্ষার্থী ও অভিভাবকদের একসাথে অংশগ্রহণের জন্য বিভিন্ন ধরনের কার্যক্রমের আয়োজন করেছে। এ কার্যক্রমগুলো শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সম্পৃক্ততা বাড়াতে সাহায্য করবে। এসব কার্যক্রমে অংশগ্রহণকারী ও বিজয়ীদের প্রশংসাপত্র এবং সনদ প্রদান করা হবে।  

এ নিয়ে দিল্লি পাবলিক স্কুল ঢাকার অধ্যক্ষ মধু ওয়াল বলেন, ‘সামাজিক দূরত্বের বিষয়টি জোরদার করার কারণে, শিক্ষার্থীদের ঘরেই থাকতে হচ্ছে। তারা বিনোদনের জন্য বাইরে যেতে পারছে না। এ প্রেক্ষিতে, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য গ্রীষ্মের ছুটিকে উপভোগ্য করতে আমরা বিভিন্ন ধরনের কর্মকাণ্ড আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। এ কর্মকাণ্ডগুলো শিক্ষার্থীদের দক্ষতার বিকাশেও সহায়তা করবে।’

ডিপিএস এসটিএস স্কুল শুধুমাত্র অনলাইন কার্যক্রমেরই আয়োজন করছে না, পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য স্কুলটি অনলাইন স্ট্রেস ম্যানেজমেন্ট প্রোগ্রামের আয়োজন করেছে। গ্রীষ্মের ছুটিতে শিক্ষকদের জন্য নিয়মিতভাবে বেশ কয়েকটি অনলাইন প্রশিক্ষণ ও কার্যকরী ওয়েবিনারের আয়োজন করা হবে। ইয়োগা প্রশিক্ষক মুসতাফিকা আক্তার বিথির পরিচালনায় শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ইয়োগা সেশনের আয়োজন করা হয়েছে।   

মধু ওয়াল আরও বলেন, ‘বৈশ্বিক মহামারির কারণে সৃষ্ট পরিস্থিতিতে সবাই মানসিক চাপের শিকার। আমাদের অবশ্যই মানসিক চাপ সামলে উঠতে হবে, যাতে করে এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবন ও বিকাশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় আমরা স্ট্রেস-ফ্রি অনলাইন কর্মশালার আয়োজন করতে পেরে আনন্দিত।’  

গ্রীষ্মের ছুটিতে শিক্ষার্থীদের পরিচালিত সকল ধরনের কর্মকাণ্ড স্কুলের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি