ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

শেরেবাংলা নগর বয়েজ স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪০, ২৪ মে ২০২০

করোনা মহামারিকালীন সময়ে রাজধানীর শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা গত ১০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত ৪টি পর্বে ৬ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে।

এর মধ্যে ২০-২২ মে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৪র্থ পর্বে অসহায় ৩০০ পরিবারের মাঝে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা খাদ্য সহায়তা বিতরণ করে। এবার প্রতিটি পরিবারকে ১১ কেজি চাল, পোলাওর চাল, সেমাই, চিনি, কনডেন্স মিল্ক, আলু, মসুর ডাল, তেল, পিয়াজ এবং সাবান উপহার হিসাবে বিতরণ করে।

উদ্যোক্তা মোহাম্মদ মাসুদ খান জানান, শেরেবাংলা নগর বয়েজ স্কুলের প্রাক্তন ছাত্রদের উদ্যোগে ১০ এপ্রিল থেকে ২২ মে পর্যন্ত ছয় শতাধিক পরিবারের মাঝে এ পর্যন্ত ৩ টন চাল, ১২শ কেজি আলু, ৫৭১ কেজি পিয়াজ, ৫৭১ কেজি সয়াবিন তেল, ৫৭১ কেজি মসুর ডাল, ৪৮০ কেজি আটা, ১৭১ কেজি ছোলা, ১৫০ কেজি চিনি, ৩০০ প্যাকেট সেমাই, ৩০০ কৌটা কনডেন্স মিল্ক, ৫০ কেজি লবন এবং ৬০২ টি সাবান বিতরন করা হয়েছে।

খাদ্য সহায়তা কাজে গত দেড় মাস যাবত প্রাক্তন ছাত্রদের মধ্যে যারা নিরলস ভাবে কাজ করেছেন তারা হলেন, ১৯৯২ ব্যাচের রাফি, উত্তম ও মানিক, ২০০০ ব্যাচের আশিকুর বাপ্পী, ২০০১ ব্যাচের মিঠু,  ২০১২ ব্যাচের ইমন, ফায়াজ প্রমুখ।

অসহায় মানুষের কথা বিবেচনা করে শেরেবাংলা নগর বয়েজ স্কুলের প্রাক্তন ছাত্ররা খাদ্য সহায়তা চালিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছে। সেই সঙ্গে সকল প্রাক্তন ছাত্রদের সহযোগিতায় ভবিষ্যতেও তাদের কার্যক্রম অব্যাহত রাখার কথা জানায়।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি