ঢাকা, শনিবার   ১৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

কাল সকাল ১১টায় এসএসসি’র ফল প্রকাশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৮, ৩০ মে ২০২০ | আপডেট: ১৯:০৫, ৩০ মে ২০২০

Ekushey Television Ltd.

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার প্রকাশ করা হবে। সকাল ১০টায় প্রথানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারী বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। পরে দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেইসবুক লাইভের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরার কথা থাকলে তা এক ঘণ্টা এগিয়ে ১১টায় নির্ধারণ করা হয়েছে।

আজ শনিবার বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেন। 

আবুল খায়ের জানান, প্রধানমন্ত্রীর ফলাফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এটি এক ঘণ্টা এগিয়ে ১১টায় আনা হয়েছে। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। চলমান করোনা মহামারির এ সময়ে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় গণমাধ্যমকর্মীদেরকে ব্রিফিংয়ের স্থানে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বলে উল্লেখ করেন আবুল খায়ের।

জানা যায়, ফেইসবুক আইডি M A khair ইলেক্ট্রনিক মিডিয়ার জন্য বিটিভির মাধ্যমে ভিডিও ফুটেজ প্রেরণ করা হবে। অন্যান্য গণমাধ্যমকেও তাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়েছে।

এমএস/এসি
 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি