ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বিদ্যুৎস্পৃষ্টে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

কুবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:০৭, ২ জুন ২০২০

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত সোহরাওয়ার্দী ভূঁইয়া নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ছাত্র। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে নিজ বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, বাড়িতে বৈদ্যুতিক সংযোগের কাজ করছিল সোহরাওয়ার্দী। ভুলে মেইন সুইচ বন্ধ না করে বাড়ির কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের বলেন, ‘এমন  মৃত্যু অপ্রত্যাশিত। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হারানো খুব কষ্টের। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শিক্ষার্থীর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি