ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

করোনা আক্রান্ত রাবি শিক্ষক আব্দুল মান্নান

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৭:০৩, ৫ জুন ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রসায়ন বিভাগের শিক্ষক আব্দুল মান্নান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজে থেকে আক্রান্ত হবার বিষয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়েছেন। 

আজ শুক্রবার দুপুরে তার করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ছাত্র উপদেষ্টা [অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত] প্রফেসর লুৎফর রহমান।

প্রক্টর জানান, গত ৩ জুন ওই অধ্যাপক ঢাকার বারডেম হাসপাতালে হার্টের চিকিৎসার জন্য যান। সেখানে তার করোনা পরীক্ষা করেন চিকিৎসকরা। পরে গতকাল (৪ জুন) রাতে রিপোর্ট পজিটিভ আসে। তিনি এখন বাসায় আইসোলেশনে রয়েছেন। তার করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি ইতিমধ্যে সিভিল সার্জন ও স্বাস্থ্য কর্মকতাদের অবহিত করেছি। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি