টিএইচই এশিয়া অ্যাওয়ার্ডস-এর তালিকায় আইইউবি
প্রকাশিত : ২৩:৪৪, ১০ জুন ২০২০ | আপডেট: ২৩:৪৮, ১০ জুন ২০২০
টাইমস হাইয়ার এডুকেশন (টিএইচই) এশিয়া অ্যাওয়ার্ডস ২০২০ এর‘স্টুডেন্ট রিক্রুটমেন্ট ক্যাম্পেইন অফ দ্যা ইয়ার’ক্যাটাগরিতে পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকার শীর্ষস্থানে রয়েছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।
বাংলাদেশ থেকে আইইউবি তালিকায় স্থান পাওয়া একমাত্র বিশ্ববিদ্যালয় যেখানে এশিয়ার আরও ৭টি বিশ্ববিদ্যালয় এই পুরষ্কারের জন্য অন্তর্ভুক্ত হয়েছে।
অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলি হলো: পাকিস্তানের ন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর; জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি গ্র্যাজুয়েট ইউনিভার্সিটি; চীনের সাউদার্ন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি; মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেত্রোনাস এবং জাপানের টোকিও ইউনিভার্সিটি অব সায়েন্স।
২০১৯ সাল থেকে টাইমস হাইয়ার এডুকেশন এশিয়া অ্যাওয়ার্ডস প্রদান শুরু হয়। বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদানের অন্যতম উদ্দেশ্য হল অসামান্য নেতৃত্ব এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের যথাযথ মূল্যায়নের মাধ্যমে সেই কার্যক্রমকে উপযুক্ত স্বীকৃতি দেয়া। ১০টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে। বিচারকরা উচ্চশিক্ষার ক্ষেত্রে গত ১২ মাসের অনন্য সাধারণ সব কর্মকাণ্ড বেছে নিয়ে এই পুরস্কারের জন্য তালিকা প্রণয়ন করেন।
কেআই/
আরও পড়ুন