ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা কলেজের ১০ শিক্ষার্থী করোনায় আক্রান্ত 

ঢাকা কলেজ প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৯:২৬, ২৮ জুন ২০২০

ঢাকা কলেজের মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের এক শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৷ নিজের করোনাভাইরাসে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছে ওই শিক্ষার্থী। 

আক্রান্ত ওই শিক্ষার্থী জানায়,হালকা গলা ব্যথা দেখা দিলে পরিবার থেকে আলাদা কক্ষে থাকা শুরু করেন,এর দুইদিন পরে নমুনা পরীক্ষার মাধ্যমে নিজের করোনা পজিটিভের বিষয়ে নিশ্চিত হন তিনি৷ বর্তমানে এই শিক্ষার্থী রাজধানীর বাসাবো এলাকায় পারিবারিক বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছেন ৷ বর্তমানে তাঁর শারীরিক অবস্থা ভাল বলেও জানান তিনি ৷  

ঢাকা কলেজ সাংবাদিক সমিতি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এ নিয়ে ঢাকা কলেজের মোট ১০ শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্তের খবর পাওয়া গেছে৷ এর মধ্যে অর্থনীতি বিভাগের শিক্ষার্থী তৌকির আহমেদ, উদ্ভিদবিদ্যা বিভাগের মাহাবুব, সমাজ বিজ্ঞান বিভাগের রাসেল খান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থী ও মাস্টার্সের শিক্ষার্থী পারভেজ ও কেফায়েত শাকিল এখন সম্পূর্ণ সুস্থ৷ পরবর্তী নমুনা পরীক্ষায় তাদের করোনা নেগেটিভ এসেছে ৷ এছাড়া বাকি চার শিক্ষার্থীর মধ্যে তিনজন নিজ বাসায় আইসেলেশনে ও এক শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ 

ঢাকা কলেজ সাংবাদিক সমিতির সভাপতি মাহমুদুল হাসান বলেন,'আমাদের কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই পর্যন্ত ঢাকা কলেজের মোট ১০ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্য ছয়জন সম্পূর্ণ সুস্থ হয়েছে এবং বাকি চারজন চিকিৎসাধীন রয়েছে ৷ তবে করোনায় ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষার্থীরা যেহেতু নিজেদের বাড়িতে অবস্থান করছে সেহেতু প্রকৃত আক্রান্তের সংখ্যা এর চেয়ে বেশিও হতে পারে৷' 
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি