ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হলেন ঢাকা কলেজের অধ্যাপক

ঢাকা কলেজ প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৬:৪৮, ৩০ জুন ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তি‌নি নিজেই করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। 

তিনি বলেন, হালকা গলা ও চোখে ব্যাথা নিয়ে গত ২১ জুন রাজধানীর মোহাম্মদপুরের ব্রাকের নমুনা সংগ্রহ বুথ সূচনা কমিউনিটি সেন্টারে নমুনা জমা দেই৷ গতকাল রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে করোনা পজিটিভের কথা জানানো হয়৷ 

ব্যাংক অথবা বাজারে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারনা তাঁর। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন৷ হালকা শ্বাসকষ্ট ছাড়া শারিরীক ভাবে বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি৷

এছাড়াও ঢাকা কলেজের ১০ জন শিক্ষার্থী করোনার আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন এখন সুস্থ আছেন আর বা‌কি চারজন আইস‌োলেশন‌ে থেকে চি‌কিৎসা নিচ্ছেন।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি