ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত হলেন ঢাকা কলেজের অধ্যাপক

ঢাকা কলেজ প্র‌তি‌নি‌ধি

প্রকাশিত : ১৬:৪৮, ৩০ জুন ২০২০

ঢাকা কলেজের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসা. আখতারা বানু করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তি‌নি নিজেই করোনা ভাইরাসে আক্রান্তের খবরটি নিশ্চিত করেন। 

তিনি বলেন, হালকা গলা ও চোখে ব্যাথা নিয়ে গত ২১ জুন রাজধানীর মোহাম্মদপুরের ব্রাকের নমুনা সংগ্রহ বুথ সূচনা কমিউনিটি সেন্টারে নমুনা জমা দেই৷ গতকাল রাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে মোবাইলে মেসেজের মাধ্যমে করোনা পজিটিভের কথা জানানো হয়৷ 

ব্যাংক অথবা বাজারে গিয়ে করোনায় আক্রান্ত হতে পারেন বলে ধারনা তাঁর। বর্তমানে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন৷ হালকা শ্বাসকষ্ট ছাড়া শারিরীক ভাবে বর্তমানে সুস্থ রয়েছেন বলেও জানান তিনি৷

এছাড়াও ঢাকা কলেজের ১০ জন শিক্ষার্থী করোনার আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ছয়জন এখন সুস্থ আছেন আর বা‌কি চারজন আইস‌োলেশন‌ে থেকে চি‌কিৎসা নিচ্ছেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি