ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাবিতে অধ্যয়নরত নেপালী শিক্ষার্থী করোনায় আক্রান্ত

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৮:৩৪, ৫ জুলাই ২০২০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত এক নেপালি শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। গত শনিবার করোনা পরীক্ষায় তার ফল পজেটিভ আসে। ওই শিক্ষার্থীর নাম অভিষেক কুমার সাহা। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ‘শহীদ মীর আব্দুল কাইয়ূম ইন্টারন্যাশনাল ডরমিটরি’র ওয়ার্ডেন অধ্যাপক ড. আসাদুল ইসলাম।

আক্রান্ত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। বর্তমানে রাজশাহী নগরীর খ্রিস্টান মিশন হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। 

ড. আসাদুল ইসলাম জানান, ওই শিক্ষার্থীর শরীরে করোনার কোনো লক্ষণ ছিল না। তিনি দেশে ফিরে যাওয়ার জন্য নেপাল দূতাবাসে যোগাযোগ করেন। দূতাবাস থেকে তাকে করোনা পরীক্ষা করার জন্য বলা হয়। শনিবার তার নমুনা পরীক্ষায় পজেটিভ আসে। তাকে হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্বাভাবিক আছে।

ডরমিটরির তথ্য অনুযায়ী, করোনার কারণে অনেক শিক্ষার্থী বাড়িতে আছেন। কিছু বিদেশি শিক্ষার্থী নিজ দেশে ফিরে গেছেন। বর্তমানে ডরমিটরিতে দেশি-বিদেশি মিলে ৩২ জন শিক্ষার্থী ও গবেষক রয়েছেন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি