ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

সুপা’র আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনীর ভার্চুয়াল এক্সিবিউশন 

শাবি প্রতিনিধি

প্রকাশিত : ২১:২৪, ৭ জুলাই ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ফটোগ্রাফারদের সংগঠন ‘শাহজালাল ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা)’আয়োজন করতে যাচ্ছে "ইনকুয়েস্ট ইনসাইট ৫- আন্তর্জাতিক আলোচিত্র প্রদর্শনী" এর সবশেষ পর্যায়। এ পর্যায় অনুষ্ঠিত হবে ভার্চুয়াল এক্সিবিশনের মাধ্যমে। 

মঙ্গলবার (৭ই জুলাই) সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস রিলিজে এ তথ্য জানানো হয় । ইউনিভার্সিটি ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশন (সুপা) আরও জানায়, ‘আয়োজিত এই ভার্চুয়াল এক্সিবিশন সবাই দেখতে পারবে। করোনা কালীন সময়ে সবার সুস্থ বিনোদনের জন্য এইবার ‘সুপা’ এই উদ্যোগ নিয়েছে। এক্সিবিশন দেখা যাবে সুপা’র নিজস্ব ওয়েবসাইট  https://inquestinsight.com/। ওয়েবসাইটের মাধ্যমে সবাই এক্সিবিশন দেখার সুযোগ পাবে। এক্সিবিশন শুরু হবে ১৭ জুলাই থেকে এক্সিবিশন চলবে ২৪ জুলাই পর্যন্ত।’ 

উল্লেখ্য, এই আন্তর্জাতিক প্রদর্শনীর ১ম পর্যায় অনুষ্ঠিত হয় সাস্ট ক্যা¤পাসে গত ১৪ ফেব্রুয়ারি এবং ২য় পর্যায় অনুষ্ঠিত হয় গ্যালারি গোল্ড, কলকাতায় । ভার্চুয়াল এক্সিবিশন "ইনকুয়েস্ট ইনসাইট ৫’এর তৃতীয় এবং সর্বশেষ পর্যায়।
কেআই/  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি