ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বল্প মূল্যে ভেন্টিলেটর তৈরি করল রুয়েট শিক্ষার্থীরা

রাবি সংবাদদাতা 

প্রকাশিত : ১১:৩৮, ১৫ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দেশের করোনাক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবে ‘দুর্বার কান্ডারি ইমার্জেন্সি ভেন্টিলেটর’ নামের একটি ভেন্টিলেটর তৈরি করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীরা। 

লকডাউনের সময় গঠিত দুর্বার কান্ডারি টিম এ ভেন্টিলেটরটি প্রস্তুত করেছে। এতে খরচ পড়বে মাত্র ৩৫ হাজার টাকা। রুয়েটের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মাসুদ রানার তত্ত্বাবধানে বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর সমন্বয়ে গঠিত ‘দুর্বার কান্ডারি’ নামক একটি টিম দুই মাসের চেষ্টায় এ ভেন্টিলেটর তৈরি করে।

রুয়েট জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে গতকাল দুপুরে রুয়েট ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হল রুমে অনুষ্ঠিত রুয়েটের দুর্বার কান্ডারি টিম সংবাদ সম্মেলনে এ তথ্য জানায়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রুয়েট উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম শেখ বলেন, ‘দুর্বার কান্ডারি ইমার্জেন্সি ভেন্টিলেটরের মাধ্যমে বাংলাদেশের ভেন্টিলেটর সংকট সমস্যার সমাধান করবে, এটাই আমাদের প্রত্যাশা।’

টিমের তত্ত্বাবধায়ক এবং প্রকল্প পরিচালক অধ্যাপক ড. মাসুদ রানা বলেন, ‘এ ভেন্টিলেটর অত্যন্ত কম খরচে দেশিয় প্রযুক্তিতে তৈরি। এটি পরিচালনা করা অত্যন্ত সহজ এবং নিরাপদ। এই ভেন্টিলেটরটি বিশ্বের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় এমআইটি কর্তৃক করোনাকালে প্রস্তুতকৃত ইমার্জেন্সি ভেন্টিলেটরের মডেল অনুসরণ করে সম্পূর্ণ নতুন আঙ্গিকে প্রস্তুত করা হয়েছে।’

তিনি বলেন, ‘এ ভেন্টিলেটরটি মাত্র ৩০-৩৫ হাজার টাকা ব্যয়ে প্রস্তুত করা সম্ভব। দেশিয় প্রযুক্তি ব্যবহার করে এবং কেবলমাত্র করোনায় আক্রান্ত রোগীদের চাহিদার কথা ভেবেই এটি প্রস্তুত করা হয়েছে। এ ভেন্টিলেটরটি আরও উন্নত করার জন্য টিমের সদস্যরা দিনরাত পরিশ্রম করছে।’

সংবাদ সম্মেলনে রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সেলিম হোসেন, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) প্রফেসর ড. মিয়া মো. জগলুল সাদত, পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মো. ফারুক হোসেন, ইসিই বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শামীম আনোয়ার, উপপরিচালক (ছাত্র কল্যাণ) মামুনুর রশীদ ও আবু সাঈদ, রুয়েটের চিফ মেডিকেল অফিসার ডা. মকসেদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি